সাগরের তীরে

এস.এম ছাইফ উদ্দিন এস.এম ছাইফ উদ্দিন

সাগরের তীরে তৈরি ছিল একটি বাশেঁর ঘর,
একটুখানি দূরে ছিল সবুজের মতো শহর।

দেখতে ছিল অনেক সুন্দর ঐ সাগর ঘাট,
পশু চরে পাখি উড়ে জমায় রে মাছের মাঠ।

সাগরের তীরে খেলা করে প্রকৃতির রং রূপ,
প্রভাতে জ্বলে আগুন জ্বলে জীবনের ধূপ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন