সবুজের মতো তোমার আরেক নাম,
তুমি ঠিক তেমনি, যেমনভাবে গড়েছ নিজে নিজেকে
একজন খনিকর সেজে
নতুবা চিত্রকরের মতো ছবি এঁকে
কোমল সবুজের গায়ে রঙে রঞ্জিত করে।
তুমি মনে রেখো সবুজ রঙটি দেখতে এমন নয়,
যাকে আমরা আমাদের ভাষায়
হাজার বেদনা নিয়ে আহত কবিতায়
ডায়েরির প্রতিটি পৃষ্টায়
লেখি যে ভিন্নতার এক আশায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন