স্বপ্ন দেশে ছদ্মবেশে
করি যে ভ্ৰমণ,
রজনী প্ৰভাতে নীল নদীতে
আমার এই যে মন,
ঘুরে বেড়াই সবি বেলায়
থেকে যে আর কয়জন,
একা মনে কমল প্ৰাণে
মেঘলা আকাশের গৰ্জন,
তাই কবি আঁকছে ছবি
বেধেছে মায়ার বন্ধন।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন