সেদিন আগুনের রোদ জাগিয়েছিল বোধ
বুক চেতিয়ে দাঁড়ায় শত প্রজন্মের ক্রোধ।

সেদিন চৌকাঠ পেরিয়ে ৫ আগস্ট আসে,
তবু সেদিনের নাম বিপ্লবী কণ্ঠে হয়নি ঠাই
“যতদিন দাবি পূরণ না হয়, আগস্ট নয়”
প্রমী বুকের খাতায় সেদিনও ৩৬ জুলাই।

দুঃশাসনের পতনে ফিকে ক্ষমতার রূপ
রক্তে রাঙা রাজপথে জয়ধ্বনি অপরূপ।

সেদিন ফুটেছিল চোখে তারুণ্যের সূর্য,
শ্লোগানে শ্লোগানে মুখরিত প্রান্ত-দেশ
বারুদের গন্ধে, দাবানলে জেগে উঠে
গর্বিত চেহারার এক নতুন বাংলাদচ।

১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।
বাঁশতলা,ঢাকা।

পরে পড়বো
৫৭
মন্তব্য করতে ক্লিক করুন