বাউলরা ফাউল কোন শালারা কয়
মৌলভীরা কাঠমোল্লা তাও সত্য নয়।
বাউলরা ফাউল বলে যে মুখরা জন,
মৌলভীকে কাঠমোল্লা কয় শত্রু মন।
ধর্ম তো কলহ নয়, নয় কোনো দম্ভ,
ধর্ম মানে আত্মা জাগা, ফুলের গন্ধ।
ধর্ম মানে কোমলতা, ধর্ম মানে দান,
ধর্ম মানে মানুষের প্রয়োজনে প্রাণ।
কেউ বাউল, দরবেশ, কেউ মোল্লা হয়,
অন্তরে যার আল্লাহ সেই তো সত্য কয়।
রূপ ভিন্ন, পথ ভিন্ন এক আলোর ধারা,
মানবতার প্রেমের পাঠ পুরো ত্রিশ পারা।
বেদ, কোরান, গীতা- নিন্দার নেই ঠাই
“মানুষকে ভালোবাসো” সবে সবার ভাই
পথ যতই আলাদা হোক, গন্তব্য তো এক,
অন্তরের চোখ মেলিয়া হৃদয়টাকে দেখ।
হৃদয়ে আঁধার না রেখে ভাঙো ভেদ-দ্বার,
স্রষ্টা ভালোবাসেন শুধু সত্য আর সার।
মানুষকে ছোটো করে হয় না ইবাদত পূর্ণ,
মানুষে মানুষে সেতু গড়াই ধর্মের মূলবর্ণ।
🖊️রাবনাবাদ চ্যানেল,
পায়রা বন্দর রেস্ট হাউজ।
২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।

মন্তব্য করতে ক্লিক করুন