কর্ম করে বাঁচো মানুষ
ধর্ম রাখ অন্তরে;
জীর্ণ নীড়ে ঢিল ছুড়োনা
সুখ ভিড়বে বন্দরে।
তেলের মাথায় তেল দিলে
মাথায় পড়বে বেল
আগ বাড়িয়ে চোর ধরলে
ভাগ্যে জুটবে জেল।
অতি ভোজে কেউ বাঁচেনি
পাবে ভ্রষ্ট পথের কষ্ট
যে শিখেছে ফন্দি ফিকির
পুরো জীবনটাই নষ্ট।
১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কনকর্ড লেকসিটি, খিলক্ষেত, ঢাকা।

মন্তব্য করতে ক্লিক করুন