ড. এস এম শাহনূর

কবিতা - জাগো মুসলিম

লেখক: ড. এস এম শাহনূর

ইসলামের অমিয় বাণী
সকল মুসলিম ভাই ভাই।
ঠুনকো স্বার্থে, পরার্থে
আজ ভাই ভাই ঠাঁইঠাঁই!

মূর্খ্য পালের রোষানলে
খানখান মুসলিম ভূমি।
দখলরাজের নরক রাজ্যে
সুশাসন রয়েছে ঘুমি!

সত্য পোড়ে, পুড়েনা মন
করনা অন্যায়ের প্রতিবাদ
গুড়েবালি তুর জান্নাত
কালামে ফরমান- আহাদ।

পরচর্চায় মত্ত সবে
পতিত নিজের জমি।
শান্তি পাবেনা ভবে
কোরআন হাদিস চুমি।

১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
গুলশান, ঢাকা।

৫৭
মন্তব্য করতে ক্লিক করুন