স্কুল ট্রাজেডি
যে বয়সে প্লেন দেখে মুক্তে ছুটে আসে
যে বয়সে কাগজের প্লেন উড়িয়ে হাসে,
যে বয়সে বৈমানিক হওয়ার স্বপ্ন আঁকে
সে বয়সে এক যুদ্ধ বিমান স্বপ্নের সমাধিতে হাঁকে।
ছুটিরঘণ্টা, উল্লসিত প্রজাপতির উড়োউড়ি
এক দানব ফড়িং এসে এত প্রাণ নিল কাড়ি!
অরুণ রাঙা গোলাপ বনে এসেছিল যত যিশু
সকরুণ নির্বাক চেয়ে দেখি আগুনজ্বলা শিশু!
চোখেমুখে রোদ ছিল যাদের আজ নিথর ছায়া
কেড়ে নিলো যোদ্ধা ফড়িং খাঁচায় পোষা মায়া।
ছুটিরঘণ্টা বাজে, এই বুঝি ফিরবে সোনা, থাম
মা’র চোখে মেঘ ঠোঁটে জড়িয়ে থাকে প্রিয় নাম।
ছায়ামানব দাঁড়িয়ে থাকে পোড়া দেয়ালের পাশে,
কোনো উত্তর দেয় না সে—শুধু তাকিয়ে হাসে।
যেন এক খেলাঘরে শিশুর জীবন খেলনা?
নেই এর জবাব, বাতাসে ঘোরে সেই নিরব বেদনা।
২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।
ঢাকা।

মন্তব্য করতে ক্লিক করুন