মুখোশ
ড. এস এম শাহনূর
মুখোশ★
হে পূজারী দেবীর কী দোষ?
মুখশ্রী হেরি টালমাটাল তুমি
দেখনি তার নকল মুখোশ।
বহুকাল গোঁফে মেখে তেল
রুক্ষ মাথায় ভেঙ্গেছে বেল!
রুই কাতলাদের পুকুর চুরি
আমজনতা কইতে না পারি।
হিসাব নিতে হাত-পা বান্দে
ফান্দে পড়িয়া বকা কান্দে!
মানুষের চরিত্র পাল্টে গেছে
যেমন পরিবর্তন হয় রাত্রি-দিন;
আপনি কাউকে মূল্যবান ভাবলে,
আপনাকে ভাবছে মূল্যহীন!
পাক পিরিতির পরিনতি
হ্রাস করবে স্বদেশপ্রীতি।
বড় প্রেম কাছে টানে
তিনি এখন সেখানেই
আছেন প্রেমের টানে!
১৮ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ,
ঢাকা।
হে পূজারী দেবীর কী দোষ?
মুখশ্রী হেরি টালমাটাল তুমি
দেখনি তার নকল মুখোশ।
বহুকাল গোঁফে মেখে তেল
রুক্ষ মাথায় ভেঙ্গেছে বেল!
রুই কাতলাদের পুকুর চুরি
আমজনতা কইতে না পারি।
হিসাব নিতে হাত-পা বান্দে
ফান্দে পড়িয়া বকা কান্দে!
মানুষের চরিত্র পাল্টে গেছে
যেমন পরিবর্তন হয় রাত্রি-দিন;
আপনি কাউকে মূল্যবান ভাবলে,
আপনাকে ভাবছে মূল্যহীন!
পাক পিরিতির পরিনতি
হ্রাস করবে স্বদেশপ্রীতি।
বড় প্রেম কাছে টানে
তিনি এখন সেখানেই
আছেন প্রেমের টানে!
১৮ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ,
ঢাকা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন