সেদিনও ফাগুন মনে আগুন ছিলো
বুক পকেটে বৃষ্টিস্নাত গোলাপ ছিলো
মুক্তির কথা বলতে এলেও গুলন্দাজ পেটোয়া ছিল
ডর ভয় হীন কণ্ঠজুড়ে, নয়া জমানার ফরমান ছিল
দৃঢ় প্রতিবাদী ছাত্র জনতার মিছিল ছিল
রাজপথে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ ছিল
শাসক যখন শোষক সুশাসনের দুয়ার যখন রুদ্ধ
নিভৃত স্বপ্নচারী কলম সৈনিকও হয়ে ওঠে বিক্ষুব্ধ।
১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাঁশতলা, ঢাকা।

মন্তব্য করতে ক্লিক করুন