কথার ভাঁজে জমে আছে না-বলা কত কথা,
কোলাহলপূর্ণ এ শহরে আজ রাতের নিস্তব্ধতা!
আধিপত্যে নিষ্পেষিত জীবন, সময় যখন অস্থির
কোটি প্রাণ সত্য প্রকাশে যখন অন্ধ-মূক ও বধির
আল মাহমুদের কবিতা, নজরুলের চির উন্নত শির,
স্বদেশ প্রহরায় জেগে থাকে অহর্নিশ ইনসাফী বীর।
মানুষের মুক্তিকামীদের কে-উ মানুষ ভাবেনা
তাইতো হাদিরা স্বজাতির বুলেটের নিশানা।
জুমআ’র দিনে গুলিবিদ্ধ, জুমআ বারে শহিদ
অবাক পৃথিবীর বিশ্বাসী-দেখে আজাদির নিদ।
আসসালাতু আসসালামু বাংলার শহিদি
প্রজাপতি হয়ে উড়ো শরিফ ওসমান হাদি।
🖊️১৯ ডিসেম্বর, ২০২৫
চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা।

মন্তব্য করতে ক্লিক করুন