ড. এস এম শাহনূর

কবিতা - পরিবর্তনের ডাক

লেখক: ড. এস এম শাহনূর

মূক বধির সমাজের চাবি আপনার হাতে
একটু ঘুরালে ফল পাবেন ভাই হাতেনাতে।
আপনি সাধু হলে চোর দমনে এগিয়ে আসুন
আপনি সৎ হলে অসৎ-কে বিতাড়িত করুন
আপনি হালাল খেলে হারামের বানিজ্য ছাড়ুন
আপনি দালিলিক হলে দখলদার উৎখাত করুন
আপনি পুরুষ হলে পতিতালয় ভেঙে ফেলুন
আপনি আমলা হলে দ্রুত ফাইল ছাড়ুন
আপনি নেশাগ্রস্ত হলে মাদক-কে না বলুন
আপনি শিক্ষক হলে আদর্শিক শিক্ষা দিন
আপনি বণিক হলে সিন্ডিকেট ভেঙে দিন
আপনি নেতা হলে সুনীতি লালন করুন
আপনি জনতা হলে দুঃশাসনে বিদ্রোহী হোন
আপনি আইনজীবী হলে ছ্যাবলামি ছাড়ুন
আপনি বিচারপতি হলে তুলাদণ্ডে মাপুন
আপনি পুলিশ হলে বিনাঘুসে সেবা দিন
আপনি ইমাম হলে কুরআনিক সবক দিন
আপনি কবি হলে সত্যবাণী ছড়িয়ে দিন
কৃষক শ্রমিক কামার কুমার তাতী জেলে
দোষ না খুঁজি এঁদের- এঁরা মাটির ছেলে
জাগতিক কিছু পরিবর্তন আপনার হাতে
যেমনঃ আল্লাহর হাতে রয়েছে রাত্রি দিন।

একারো। দশ। চব্বিশ।
বাঁশতলা। ঢাকা।

২৮০
মন্তব্য করতে ক্লিক করুন