সুলতান-উল-হিন্দ, করুণার আকাশ তুমি,
গরিবে নেওয়াজ—দুঃখীর একমাত্র ভূমি।
চিশতের আলো হাতে হিন্দে এলে যেদিন,
প্রেমে জাগ্রত হলো নিথর মানবের রাত্রি-দিন।
মায়ার বন্ধন ছিঁড়ে বুখারার পথে,
ইলম ও ইশকে ভাসালে জীবনরথে।
খাজা উসমান হারুনীর দরবারে সাধনায় রত,
বিশ বছর সেবায় আত্মা হলো পবিত্র, উন্নত।
আবদুল কাদির জিলানীর বাণী হৃদয়ে ধারণ করে,
হিন্দুস্থানের দায় নিলে আল্লাহর ডাকে সরে।
আজমিরে বসে জ্বালালে প্রেমের চিরাগ,
হিংসা-বিদ্বেষ পুড়ে হল ছাই, জেগে উঠল অনুরাগ।
আজমির শরীফ আজও ডাকে ধর্ম-জাতি-দেশ,
তোমার কাসিদায় মিলুক মানবতার রেশ।
🖊️এস এম শাহনূর
সম্পাদকীয় কার্যালয়, দৈনিক ঐশী বাংলা
শান্তিনগর, ঢাকা।
২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।
ভিডিও কৃতজ্ঞতা: কবি জাহিদুল ইসলাম

মন্তব্য করতে ক্লিক করুন