সুশিক্ষা প্রদানই তোমার ধর্ম,
দলীয় বাঁধনে নয় কোনো কর্ম!
অন্ধজনে জ্ঞানের আলো জ্বালো,
পাঠদানে অদেখা দিগন্ত খোলো।

তোমার অমল বাণী প্রেরণার ধ্বনি,
মাটির মতো উর্বর, ফোটে কামিনী।
তোমার চোখে মুখে সত্যের দ্যুতি,
জীবন যুদ্ধেও দেয় জয়ের গতি।

তোমার কাছে শেখে প্রজন্ম নতুন,
সত্য, ন্যায় আর সাহসের গীত গুণ।
তোমার হাতে সুপ্তস্বপ্ন পায় দিশা,
শিক্ষক তুমি জাতির মহা আশা।

শিক্ষায় ফিরুক হারানো গৌরব
রূপকথায় ছড়িয়ে পড়ুক সৌরভ
রাজনীতির রঙে রাঙিও না পাঠ,
নান্দনিক হোক আগামীর প্রভাত।

🖊️এস এম শাহনূর
২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকা।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন