তারুণ্য
প্রেম প্রণয়েও নেই তরুণ
কৃষক নেই জমিন চাষে,
শ্রমিক ব্যস্ত মিছিল-সভায়
দেশ চলছে অটোপাসে!

সন্ধ্যার আগে ঘরে ফেরা
সেই সুবোধ বালক কই?
পড়ার টেবিল উবে গেছে
আর পড়ে না কেউ বই।

নেতার ছেলে নেতা হচ্ছে
আমলার ছেলে আমলা,
আমলা-নেতা বাদ দিলে
সবার সন্তানই কামলা!

৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।
বাঁশতলা, ঢাকা।

পরে পড়বো
৫০
মন্তব্য করতে ক্লিক করুন