ক্যাপিটালে কবিরা কুপোকাত
সাম্যবাদ ফিকে হতে হতে এখন ফিকশন।
বিড়ির এক শলাকাও বিশ-এ ঠেকেছে
কবিরা খাবে কী!
শহরে ২০১৯ সিরিজের প্রেমিকাও আকাশছোঁয়া
কবিরা পাবে কী!
তাই কবিরা সংঘবদ্ধ হলো
মগজ ফেলে খুলিতে পুঁজি ঢোকাল
কল্পনা ভুলে “অল্প না” তে অটল হলো।
লাক্সারি তে লুটিয়ে পড়া কবির বিরুদ্ধে—
কবিতারাও দাঁড়িয়ে গেল।
এমনকি খুচরো কবিতা—যারা বিড়ি পেলেই আসতো
তারা বোতলেও বিদ্রোহ করলো!
কবি আর কবিতার এই যুদ্ধে—মরতে থাকলো মেট্রোপলিটনের কাক!
২৫ চৈত্র, ১৪৩১
সিল্কসিটি।
মন্তব্য করতে ক্লিক করুন