এবারের ভুলগুলো পরের বারে শুধরে নেব
এমন ব্যবস্থা নেই
এবারে যে ভূপ্রকৃতি পাওয়া গেল
তা পছন্দসই আর কিছু দিয়ে বদলে নেব
সে হবার যো নেই
থাকল এই গাঙ্গেয় কর্দম
থাকল বিষুবের উদ্ভিদ ঝোপ কাঁটাবন
আকাশের পটচিত্রে এইসব হিজিবিজি
এর বদলে
হিম হাওয়ায় শিরশির করছে
অভ্রভেদী পাহাড় তুষারের উষ্ণীষ মাথায়
এমন তো পাওয়া যাবে না
এবারে যে নিজস্ব অন্ধকার
আমাকে আনন্দের চূড়ায় পৌঁছে দিয়েছিল
কোনো দিন কোনো নিঃসঙ্গতা
সেখানে মিলনের অনুভবকে
ফিরিয়ে আনতে পারবে না
যা যা আছে তাই থেকে যাবে
পোকায় কাটা গ্রন্থের মত
এই ত্রুটিপূর্ণ দিনরাত্রি –
যতটুকু বৃক্ষ কানন বনভূমি
জেগে আছে তাই থাক
জগন্ময় বাসনাই না হয় থাক
এবারের মতো ।
~ সৌমিত্র চট্টোপাধ্যায় ( কাব্যগ্রন্থ , ক্যালাইডোস্কোপ )
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন