একশো পঞ্চাশ এ

সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়

এত সংবেদন যার ছিল, এত কাতরতা
তাকে দুর্ভেদ্য স্ট্যাচু বানানো
ঠিক কাজ হয়নি
আমি যতবার ওই পাথরের কাছে গিয়ে বলেছি
তোমার ভেতরটা আমি দেখতে চাই
ততবার তার নৈঃশব্দ্য
আমাকে ফিরিয়ে দিয়েছে
এবার পাথরের মতো তার মুখ দেখে
নিরাশ আমি ফিরে যাব না
পাথরের সামনে আমিও এবার
স্তব্ধ পাথর হয়ে বসে থাকি
দেখতে দেখতে শতাব্দীর পর শতাব্দী
ওই স্ট্যাচুর মধ্যে জেগে ওঠে -
প্রান্তর সমুদ্র অরণ্য
পাথরকে চঞ্চল করে
সংখ্যাহীন জীবনের নাড়ি
দবদব করতে থাকে স্ট্যাচুর পাথুরে কব্জিতে
তাকে স্ট্যাচু বানানো
ঠিক কাজ হয়নি.

~ সৌমিত্র চট্টোপাধ্যায়
(কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন