শ্রীপর্ণা রায় চৌধুরী

কবিতা - আবার বেকার

শ্রীপর্ণা রায় চৌধুরী
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা

যারা রাত জেগে পড়েছিল, যারা সঠিক মেধায় জিতেছিল,
তাদের চাকরি কেন উধাও?
এই প্রশ্নের উত্তর দাও ।।

ছাব্বিশ হাজার চোখের জল দেখেও বলা “আমি কি জানতাম? এটা তো চক্রান্ত!”
বেকার এই নাটক করে কি মজা পাও ?
এবার তুমি উত্তর দাও ।।

যে পিতা সবটুকু দিয়েছে সন্তানকে ,যে মা গয়না বেচে বানালেন স্বপ্নের সিঁড়ি,
তাদের ঘরে কেড়ে নিলে রুটি-রুজি , কেউ জানে না তুমি কি চাও ?
দয়া করে উত্তর দাও।।

কোর্টের রায় চাকরি গেলো, রইলো সবাই চুপ……………….
করেছিলে ভোটের আগে বড় বড় প্রতিজ্ঞাও, কোথায় তোমার সেই প্রতিশ্রুতির মূল্য?
কিহলো তুমি উত্তর দাও ?

২৬০০০ কান্না মিশল বাতাসে, তবু তুমি বসে আছো নির্বাক
এতো হাহাকার তুমি শুনতে কি পাও?
উত্তর দাও……………….

উত্তর দাও , উত্তর দাও এবার তো কিছু দায়িত্ব নাও…………..
স্বপ্ন ভাঙার হাহাকার, দেখো রাস্তায় আজ কত বেকার
সংসার চলবে কিভাবে তা জানা নেই ,
কাকে করবে বিশ্বাস, কে দেবে সব ঠিক হওয়ার আশ্বাস ?
মানুষ হারিয়ে ফেলেছে জীবনের খেই ।।

পরে পড়বো
৪১৫

প্রকাশিত মন্তব্য গুলো

  1. আপনার কলমের ধার আছে। সুন্দর এবং সুস্পষ্ট চিন্তা ধারা। খুব ভালো লাগলো লেখা টা পরে

  2. খুব সুন্দর একটি লেখা, বড্ড বাস্তব🙏

মন্তব্য করতে ক্লিক করুন