শ্রীপর্ণা রায় চৌধুরী

কবিতা - অসম্মান

শ্রীপর্ণা রায় চৌধুরী
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা

তিনি শিক্ষক, তিনি স্বপ্ন বোনেন শিশুদের মনে,
তাঁর কথায় জেগে ওঠে হাজারো প্রাণ।
অক্ষর গেঁথে দেন হৃদয়ের ভাঁজে,
নিজের জ্ঞান দিয়ে রচনা করেন নতুন জ্ঞান।।
আজ লাথি পড়েছে সেই শিক্ষকের বুকে ,
ভাবছে সত্য মুছে যাবে ওই বুটের তলায়।
সমস্ত শিক্ষার ভিত্তি কেঁপে উঠেছে,
মানবতা ক্রমেই ধুলোয় মিশে যায়।।
লাথির জবাব আসবে ঠিকই ফিরে,
হিসেবে হবে করেছো যে অন্যায়।
ধিক্কার জানাই এই নির্মম সমাজ ব্যবস্থা কে ,
সেখানে মানুষও পশু হয়ে যায়।।

পরে পড়বো
১৬৩
মন্তব্য করতে ক্লিক করুন