উঁচু আদর্শের নাম-পরিণামে
অর্ধনমিত পতাকা
অনুশোচনায় ভারি হয়ে আছে

উঁচু বাড়ির ছাদ থেকে
ছায়াটা সপাটে এসে পড়েছিল
লালদীঘির জলে

একদল এলেবেলে গোলা লোক
ফাৎ না থেকে চোখ একটু সরাতেই
দেখতে পেল
এক অর্ধনমিত পতাকা

কিছু বুঝতে না পেরে
তারা এ ওর মুখ চাওয়াচাওয়ি ক’রে
জিজ্ঞেস করল, কে গেল

এক আক্কেলমন্ত দরবেশ আসানড়িতে ভর দিয়ে
দাঁড়িয়ে পড়ে বলল,
কে নয়—
কী |

পরে পড়বো
২৯৯
মন্তব্য করতে ক্লিক করুন