জাপপুষ্পকে ঝরে ফুলঝুরি, জ্বলে হ্যাঙ্কাও
. কমরেড, আজ বজ্রে কঠিন বন্ধুতা চাও
. লাল নিশানের নীচে উল্লাসী মুক্তির ডাক
. রাইফেল আজ শত্রুপাতের সম্মান পাক |
মেরুদণ্ডের কাছে ঈপ্সিত খাড়া ইস্পাত
. বোম্বেটের টুঁটি যেন পায় জিঘাংসু হাত
. বীর্যবানের বিজয়ের পথে খোলা সব লোক
. দিকে দিকে শ্যেনদৃষ্টিকে, দেখো, মেলে সাধু বক |
দিশাহীন ঝড়ে, জানি, তুমি যুগবিপ্লবী মেঘ
. তড়িৎ কাটুক তোমাদের দ্রুত চলবার বেগ
. উজ্জ্বল ইতিহাসে নিষ্ফল পশ্চাৎ শোক
. লোকান্তরেই নেবুলার সাথে সন্ধিটা হোক !
প্রান্তিক লোভে পরজীবীদের নিষ্ঠুর চোখ
. প্রাক্ পুরাণিক গুহাকে ডাকল ক্ষুরধার নখ,
. কমরেড, আশু অশ্বের ক্ষুরে আনো লাল দিন
. দম্পতি রাত ততদিন হোক উত্সবহীন |
দুর্ঘটনার সম্ভাবনাকে বাঁধবে না কেউ ?
. ফসলের এই পাকা বুকে, আহা, বন্যার ঢেউ ?
. দস্যুর স্রোত বাঁধবার আগে সংহতি চাই
. জাপপুষ্পকে জ্বলে ক্যান্টন, জ্বলে সাংহাই ||
মন্তব্য করতে ক্লিক করুন