বুড়োর কানের কাছে এনে মুখ
বললাম হেঁকে,
. ‘ওহে, বেলা গেল |’
বুড়ো হেসে বলে, ‘ওরে উজবুক,
তবে তো এখনই
. কনে-দেখা-আলো |’

বললাম, ‘বুড়ো, বেঁচে করবে কি ?
চোখেও দেখ না,
. কানেও শোনো না |’

বুড়ো হেসে বলে,
. ‘আর সব মেকি
জীবনের সোনা আসলে রসনা |’

ডানা-কাটা এক পরী এল ঘরে
ভরল পাত্র
. মদ ও মাংসে |
বুড়োকে ডাকতে গিয়ে
. চাপা স্বরে
দেখি চোখ তুলে চিৎপটাং সে |

১৪৪
মন্তব্য করতে ক্লিক করুন