ছড়ানো ঘুঁটি
সুভাষ মুখোপাধ্যায়
সদর দরজাতে
রইল খিল-আঁটা
সামনে থেকে সরিয়ে নিয়ে চোখ
পেছনে দিই হাঁটা
সবুজ ঘাসে কনুইতে ভর দিয়ে
দেখছে আমায়
হলদে পাখির পালক
গাছের পাতা ঘোমটা তুলে তাকায়
সবারই সেই এক প্রশ্ন
কে যায়
যায় না তো কেউ
আসে
নতুন মুখ
ভিড় করে চারপাশে
গল্প করে বলতে হয়
বেঁচে থাকার কী সুখ
উঠে আসার সময় হঠাৎ
শিকড়ে পা বেধে
ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি
সুখে দুচোখ জুড়ে আসছে
খুলে যাচ্ছে জীবনভর
. পাকানো দুটো মুটি |
রইল খিল-আঁটা
সামনে থেকে সরিয়ে নিয়ে চোখ
পেছনে দিই হাঁটা
সবুজ ঘাসে কনুইতে ভর দিয়ে
দেখছে আমায়
হলদে পাখির পালক
গাছের পাতা ঘোমটা তুলে তাকায়
সবারই সেই এক প্রশ্ন
কে যায়
যায় না তো কেউ
আসে
নতুন মুখ
ভিড় করে চারপাশে
গল্প করে বলতে হয়
বেঁচে থাকার কী সুখ
উঠে আসার সময় হঠাৎ
শিকড়ে পা বেধে
ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি
সুখে দুচোখ জুড়ে আসছে
খুলে যাচ্ছে জীবনভর
. পাকানো দুটো মুটি |
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন