কবিতা - হাঁড়ি সুভাষ মুখোপাধ্যায় অন্যান্য কবিতা যেন না ফাটে হাটের মধ্যে হঠাৎ দেখার জন্যে যথাস্থানে দেওয়া হয়েছে বরাত তবুও ভয় কখন কী হয়ে ছেড়ে যেন যায় নাড়ি মালুম হয়না যখন কোন্ খানে ঠিক ফারাক সৎ-অসতের কোথায় থাকছে ফাঁক ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে হ্যাঁকাচম্ কা হালুম || ♥ ০ পরে পড়বো ১৬৮ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন