এরপর আর টুং-টাং নয়,
দুম্ দুম্ করে শব্দ হবে |
সঙ্গে যার টর্চ নেই সে জানবে না
. দরজায় কড়া লাগানো আছে—
. যা, অন্ধকার |
ছেলেবেলায় দেশের গাঁয়ে—
. দিন থাকতে খেয়েদেয়ে
. রাতটাকে আমরা মুড়িয়ে রাখতাম
. চোখের পাতায় |
নাকের জলে চোখের জলে হয়ে
. মা রাঁধতেন কাঠের জ্বালে
. তার স্বাদ এখনও মুখে লেগে আছে |
ফুটপাথে বকুল গাছ
. গ্যাস আর কেরোসিনের হাহাকরে
. ভয়ে কাঠ হয়ে আছে |
এক অদৃশ্য জঙ্গল এগিয়ে আসছে
. শহরটাকে গিলতে
. আমরা যে যার গর্তে
. অন্ধকারের নজরবন্দী |
টিম টিম করে জ্বলছে কুপি
. কেউ পাঁচিল টপকালে যাতে দেখা যায় |
দরজা খুলে বেরিয়ে এসো রাস্তায়
শহরে আকাশ ফাটিয়ে বলো—
. অন্ধকার, যা
. অন্ধকার, যা
. অন্ধকার, যা |
মন্তব্য করতে ক্লিক করুন