রাম নাম সৎ হ্যায়

সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়


করা গেলে হিংসুটে
সদাশিব হিন্দুকে
ভোটগুলো চেটেপুটে
তোলা যাবে সিন্দুকে

মা লিখ শতং বদ
এঁটে নিয়ে মতলব
ভক্তিতে গদগদ
গদিতে বিকট লোভ

আওড়িয়ে 'ত্যক্তেন ভুঞ্জিথাঃ'
মসজিদ ভেঙে চায় মন্দির
চেক কাটা ভেক কেন নেয় বৃথা
কাটা আছে শত পথ ফন্দির

পরহিতে তাকে কেউ দেখিনি তো জন্মেও
পুরোহিত সেজে আজ চটকায় পিণ্ডি
রথ চড়ে, চোঙা ফোকে, মতি নেই ধর্মেও
দেশটা ডুবিয়ে যায় বর্গির শিন্নি|


রামনারায়ণ রাম
বাঁচলে বাপের নাম
আছ তুমি কোন্ দেশে ?
সুন্দরবন ঘেঁষে
বলিহারি দেশ বটে
(শুনে কেউ না যেন চটে)
দেশ বটে, দেশ বটে!

নাহক বস্তুবাদী
ফলায় কলার কাঁদি
বাগিচাতে বাবাজির--
গুরুভাই জী-হাজির

এদিকে ঠ্যালার নাম বাবাজিরও
চোখ ফোটে, মুখ ফোটে
হয়ে একদম জিরো
যখন মুড়োয় নটে
হায় রাম!
ফুরোয় তামাম গুল-পট্টি
দেশ বটে, সত্যি!


কিছু উভচর আছে
দূরে নয়, খুব কাছে
মুখে বাম
বুকে রাম
আমাদের লাইনে...

দুটো পা-ই ত্যারাব্যাঁকা
বাঁয়ে গেলে যায় দেখা
দুম্ দাম্
আরে রাম
চলেছে সে ডাইনে
আমাদের লাইনে....

হাতে ধরে থেকে ধামা
মুখে বলে, নামা নামা
দুর্নামে
চড়াদামে
যা পাস তাইনে
আমাদের লাইনে....
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন