কবিতা - ত্রিভুজ সমকোণী সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা রাতগুলো সব তোমার মতো নিঝুম হয়ে থাকে, ব্যথায় ভরা গল্প হাজার বলবো আমি কাকে! হয়তো বা আজ হেরেই গেছি তুমিই গেছ জিতে, বৃত্ত আঁকা কম্পাসও নেই মনের জ্যামিতিতে। সব প্রিয়জন পর হয়েছে গ্রহের ঘরে শনি! সব ভুলে আজ ভালোই আছো ত্রিভুজ সমকোণী। ♥ ০ পরে পড়বো ২৬৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন