কবিতা - ভুল ঢাকতে ভুল করে যাই সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা ভুল ঢাকতে ভুল করে যাই ভুলের পথে চলি, একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজার মিথ্যে বলি। সঠিক পথটা নিজের কাছেই খুঁজতে হবে তাকে, আসলে জেনেবুঝে ভুল করাটাও স্বভাব হয়ে থাকে। ♥ ০ পরে পড়বো ৮১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন