সুমন মিস্ত্রি

কবিতা - পাহাড়ে ফেরার গান

সুমন মিস্ত্রি
শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

চলো আরেকবার ফিরে যাই,
ফিরে যাই ওই পাহাড়ে—
যেখানেতে আকাশ ভেঙে পড়ে।
পাখিরা সব কিচিরমিচির স্বরে
নতুন করে জীবন শুরু করে।

ওই পাহাড়ের চূড়ার উপর উঠে,
তুমি আমি দেখব জগৎটাকে।
মিথ্যে মায়ায় ঢাকা শহরখানি
কেমন করে রঙ পাল্টে চলে!

ওই পাহাড়ের কোনো একখানে,
আদর মেখে, কাতর হয়ে প্রেমে—
থাকব দুজন এই শহর থেকে দূরে।

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন