মোঃ সুমন প্রধান

কবিতা - প্রজন্মের গাছ

মোঃ সুমন প্রধান

কবিতা—প্রজন্মের গাছ
সুমন প্রধান
রং-বেরঙ্গ ফুলের বাহার –
দেশ মাতার রুপের বাহার,
ভিষণ লাগে,ভুবন মাঝে
সবুজ গাছে ফুলে,ফলে |

বেশি করি গাছ লাগালে-
নানান পাখির দেখা মিলে ,
শুনবো পাখির কিচিরমিচির —
বসন্ত আর গ্রীষ্ম কালে |

বৃক্ষ আমার ধরার মাঝে-
সবচেয়ে উপকারি,
বৃক্ষ আমার জীবন মাঝে-
সবচেয়ে দরকারি |

বৃক্ষ আমার প্রাণ বাঁচায়-
নানা রকম ওষধ দিয়ে,
বৃক্ষের ওষধ খেয়ে মোরা-
সুস্থ থাকি ধরার মাঝে |

তাই,

বেশি বেশি গাছ লাগাবো-
সকলে মিলে,
শুদ্ধ বাতাস ফিরিয়ে আনবো-
নতুন প্রজন্মের জন্যে

১৭৫
মন্তব্য করতে ক্লিক করুন