মোঃ সুমন প্রধান

কবিতা - শাশ্বত তরুণের বিদ্রোহী সুর

লেখক: মোঃ সুমন প্রধান

শাশ্বত তরুণের বিদ্রোহী সুর
সুমন প্রধান

যুগের পর যুগ, অন্ধকারে যাত্রা,
তবুও তরুণরা থেমে যায়নি,
তাদের কণ্ঠে ওঠে এক শক্তিশালী গর্জন,
অন্যায় পরাস্ত হবে, বিদ্রোহে বিশ্ব থেমে যাবে।

তাদের চোখে জ্বলছে প্রখর অগ্নিশিখা,
তাদের আত্মা হয়ে ওঠে কুড়ালের তীক্ষ্ণ ধার,
প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ক্ষণে,
এরা অন্যায়কে ধ্বংস করবে, তাতে তাদের বিশ্বাস।

বুকে সাহস, হাতে স্বাধীনতার পতাকা,
তাদের শপথ – পৃথিবী হবে শাশ্বত মুক্ত,
যতই শক্তি হোক, যতই ভয় আসুক,
তারা জানে, একদিন অন্ধকার ভেঙে উঠবে আলো।

তাদের সুরে ঝড়ের শক্তি,
মাটিতে ধ্বংস হবে শোষণের শিকল,
“আমরা তরুণ, আমরা বিদ্রোহী,
আমরা কুড়াল, আমরা গর্জন,
আমরা পৃথিবী বদলে দেব,
আমরা অন্যায়কে মুছে ফেলব!”

তাদের তরঙ্গ ছড়িয়ে যাবে আকাশে,
এক নতুন দিগন্তে, এক শাশ্বত পৃথিবী,
তারা একদিন ধ্বংস করবে সকল অন্যায়,
তাদের আত্মা হয়ে উঠবে অমর,
অন্যায়ের বিরুদ্ধে একটি আছড়ে পড়া সুর,
যে সুরটি শোনাবে চিরকালীন স্বাধীনতার জয়গান।

এটি এক শাশ্বত অঙ্গীকার,
তরুণদের শক্তি, তাদের সংগ্রাম,
একই লক্ষ্য – এক শাশ্বত পৃথিবী,
যেখানে অন্যায় আর অন্ধকার থাকবে না।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন