কবিতা - বায়ু, তুমি সুনীল গঙ্গোপাধ্যায় বিবিধ কবিতা বায়ু, তুমি আমাকে পবিত্র করো, আমার প্রতিটি রক্ত কণিকাকে ডাক দাও, ডেকে বলে প্রতিটি বিষাঞ্জ জন্ম। ওদের প্রত্যেককে স্নান করিয়ে প্রত্যেকের হৃদয়ে সুগন্ধ দাও–যেন আর কোনোদিন অন্ধকার সিঁড়ির নিচে অতর্কিতে ছুরি হাতে না দাঁড়ায়–। ♥ ০ পরে পড়বো ১৬২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন