সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - বীজমন্ত্র

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায়

খাবি তো খা, খা! আর না খাবি তো
মরণ ঘুম ঘুমো! তোর মাথায়
চুমো দিয়ে এক্ষুনি চাঁদ নামবে নরকে, ওঃ সেখানে
রোজ রোজ কত যে মিথ্যে ভোজ সভা হয়,
তুই কিছু জানলি না রে বোকা!

লোক না পোক, হোক না পোক, বিশ্বসংসারে
তুই একা! যা পাবি খুঁটে খাবি
দেখার কিছু নেই, পেছনে ফিরলেই সব আড়াল
তুই জন্ম-চাঁড়াল, তোর লজ্জা কী, তোর
বীজমন্ত্র হলো বাঁচা!
তোর বীজমন্ত্র হলো বাঁচা!
তোর বীজমন্ত্র…

৯৬
মন্তব্য করতে ক্লিক করুন