কবিতা - দিনরাতের মানুষ সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য কবিতা দিনের মানুষ সবাই হলুদ, রাতের মানুষ নীল দিনের মানুষ বিষম ব্যস্ত, হাত পা বাঁধা রাতের মানুষ নিজের মধ্যে গোলকধাঁধা দিন-মানুষের সময় খুচরো টাকায় কেনা রাত-মানুষের সবই উজাড়, বিষম দেনা এবং তারা পরস্পরের খুব অচেনা, এইটুকুই যা মিল! ♥ ০ পরে পড়বো ১৭০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন