দুঃখ ও জানে না
সুনীল গঙ্গোপাধ্যায়
চোখে চোখ লেগে থাকে
শরীর নীরব
হরিৎ আভার মতো স্মৃতি জানে
সেরকম ভাষা–
ইতিহাস কিংবা তারও আগে থেকে
মানুষের যাবৎ পিপাসা
চোখে চোখে রেখে দেয়—শব্দ করে
নৈঃশব্দের স্তব।
আমার চোখের কোণে লেগে আছে।
হিম দুঃখ স্মৃতি
দুঃখ ও জানে না
দূর অন্ধকারে পোড়ে কার শব!
শরীর নীরব
হরিৎ আভার মতো স্মৃতি জানে
সেরকম ভাষা–
ইতিহাস কিংবা তারও আগে থেকে
মানুষের যাবৎ পিপাসা
চোখে চোখে রেখে দেয়—শব্দ করে
নৈঃশব্দের স্তব।
আমার চোখের কোণে লেগে আছে।
হিম দুঃখ স্মৃতি
দুঃখ ও জানে না
দূর অন্ধকারে পোড়ে কার শব!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন