একমাত্র বৃষ্টিই পারে সব ধুয়ে দিতে
চুপচাপ হেঁটে যাই, গান গাইবার গলা ভাঙা
বুক চাপা অভিমান, ঠিক কারুর বিরুদ্ধে নয়
তবু মনে হয়, কেন ভুল হয়ে গেল ভালােবাসা
কেন ভুল বােঝাবুঝির এত জটিল অরণ্য
বৃষ্টিতে দেখা যায় না পৃথিবী
বৃষ্টি গড়ে তােলে নিজস্ব দেয়াল
মুহূর্তে নিয়ে আসে নদীর পারে ছুটে যাওয়া বালক বয়েসি মুখ
দিগন্ত কাঁপিয়ে বেজে ওঠে ডঙ্কা
অন্য কোথাও, অন্য কোনও গ্রহে শুরু হবে নতুন জীবন?
বৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় আকাশ
আমি হেঁটে যাচ্ছি, আর কেউ নেই
এ সময় আমি কান্না ঝরাতে পারি, কাঙালের মতাে
বুক খালি করে দিতে পারি
আমার সব ব্যর্থতা অঞ্জলি ভরে দিয়ে যেতে পারি নদীকে
বৃষ্টিই শুধু জানবে, কারুকে বলবে না।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন