কবিতা - কথা ছিল সুনীল গঙ্গোপাধ্যায় বিবিধ কবিতা এই দুরন্ত রাতের খেলা, কথা ছিল বনের মধ্যে রেশম, এত লাল রেশম, কথা ছিল? বাতাস ভাঙে বিজন দ্বীপ, আকাশ ভাঙে ঘর দুঃখ ভাঙে নরম হাত, কঠিন হাত, কথা ছিল। হে সুন্দর, হে আনন্দ, এত সুদূর? ফেরার পথ ভুলে যাবার কথা ছিল। ♥ ০ পরে পড়বো ১৮৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন