সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - মঙ্গলগ্রহে

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায়

মঙ্গলগ্রহে আছে
হুঁকো মুখো হিজবিজ
একা নয় দোকা নয়
চারিদিকে গিজগিজ!

হিজবিজ খিদে পেলে
হাসে শুধু ফিকফিক
যত মিছে কথা বলে
সব মেলে ঠিক ঠিক!

১২৬
মন্তব্য করতে ক্লিক করুন