কবিতা - অবেলায় সুনীল গঙ্গোপাধ্যায় বিবিধ কবিতা আমার নিঃসঙ্গ জাগা ভাঙে না কোথাও ঘুমঘোর অতিরিক্ত অবিশ্বাস মানুষের পাশাপাশি হাঁটে মানুষ না প্রতিবিম্ব? অবিশ্বাস না মায়ার শোক? আমার নিঃসঙ্গ জাগা অবেলায় অস্থির ললাটে গভীর ধ্বনির মধ্যে ভেসে রয়, অফুরন্ত অলীকের পাশাপাশি হাঁটে। ♥ ০ পরে পড়বো ২০৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন