কবিতা - সুন্দরের মন খারাপ সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য কবিতা সুন্দরের মন খারাপ, মাধুর্যের জ্বর অন্ধকারে ফুলকি ওড়ে, বারুদ মাখা ঝড় চতুর্দিকে এত পাখির ভাঙা কণ্ঠস্বর। সুন্দরের মন খারাপ, মাধুর্যের জ্বর নদীকে খায় শুকনো পথ, প্লাবনে ভাসে ঘর মলিন রঙ, লীন রেখা, ক্লিষ্ট অক্ষর সুন্দরের মন খারাপ, মাধুর্যের জ্বর… ♥ ০ পরে পড়বো ৪৩৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন