কবিতা - তবু এই গৃহহারা সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য কবিতা এই অন্ধকার পথ চলে গেছে সমুদ্র কিনারে সেখানে তৃষ্ণার কোনও শান্তি নেই তবু এই তৃষিতটি কেন ওই পথে যেতে চায়? সকলেরই গৃহ আছে, সকলের নিজস্ব সীমানা যেখানে অর্ধেক মৃত্যু অর্ধেক জীবন তবু এই গৃহহারা কেন যায় জলের কিনারে? ♥ ০ পরে পড়বো ২৮৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন