একদিন সকাল হবে;
দু নলা গরম ভাত খাইয়ে দিয়ে মা তাড়া দেবে;
“স্কুলের দেরী হয়ে যাবে খোকা”।
একদিন সকাল হবে
জুঁইফুলের ঘ্রাণ মেখে অবন্তী কলেজে আসবে,
আমি ফের হাঁটু গেড়ে বসে বলে দেবো,এই শেষবার, ভালোবাসি বলো,নাহলে সত্যি বলছি নির্বাসনে যাবো।
একদিন সকাল হবে;
ক্যাফেটেরিয়াতে বয়ে যাবে তর্কের ঝড়,
ক্যান্টিনে শিঙাড়ার সাথে পেঁয়াজ দেওয়া হচ্ছেনা বলে অনশনে বসবে গোটা বিশ্ববিদ্যালয়।
একদিন সকাল হবে;
অফিসের বস কে জ্বরের অজুহাত দেখিয়ে চলে যাবো সমুদ্রে;
আহা সমুদ্র,তুমি কী আমার বউয়ের চাইতেও বেশী রহস্য ধরে রাখো?
একদিন সকাল হবে,
নাতিকে সাথে নিয়ে মর্নিংওয়াকে বের হবো,
নাতনীর হাতে বানানো পায়েসে খুঁজবো পুরোনো কোনো স্মৃতি।
একদিন সকাল হবে,
যাবতীয় রোগ শোক ভুলে যাবো বেমালুম,
নিয়মের ব্যকরণ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করে দেবো;
মানুষ ও পাখি হতে পারে।

মন্তব্য করতে ক্লিক করুন