কেউ ঘরে ফেরে,কেউ ঘর ছেড়ে পালায়
যদিও রাস্তা একটাই-
ফিরে যাওয়া আর ছেড়ে চলে যাওয়া মানুষের সেই বিষণ্ণ
কোলাহলের ভেতর বিউগল বাজাচ্ছেন একজন বালিকা
স্বভাবের মহিলা,চোখে শোকসভার করুন মাহফিল,
ঠোঁটে বুনো ঝোপের অচেনা ফুল আর শাড়িতে স্কুলপালানো
ছেলেদের সিনেমা দেখার নেশা।
নেশা থেকেই যাবতীয় সর্বনাশের শুরু-
আমার সর্বনাশ ভালো লাগে,মাঝে মাঝে স্বপ্নে দেখি
পৃথিবীটাকে আপেলের মতো টুকরো টুকরো করে
কেটে পরিবেশন করা হচ্ছে জাতিসংঘের কোনো জরুরী অধিবেশনে,
মাঝে মাঝে দেখি আমি ভুল করে ঢুকে গেছি কোনো প্রত্যাখ্যাত কিশোরীর অর্ধেক স্বপ্নের ভেতর,বেরোবার রাস্তা নেই!
আবারো বলছি আমার সর্বনাশ ভালো লাগে।
বিউগল,পূর্ন বয়স্ক মহিলার বালিকা স্বভাব,আর পৃথিবীর আসন্ন সংকটের কথা ভাবতে ভাবতে আমি তোমাকে গোপনে ছুঁয়ে দেখার পাপের ব্যাপারটা ভুলে যাবো একদিন।
তোমাকে ভুলতে সময় লাগবে,কবে নাগাদ তা এখনই বলতে পারছি না
৬

মন্তব্য করতে ক্লিক করুন