কী চাই তোমার? নিঃসংশয়ে বলে দিতে পারো-
এ্যামেচার কবিতা? উগ্র পারফিউম? সিনেমার মতো হুবহু কোনো চুমুদৃশ্য অথবা দুপুরমনি ফুল!
দাঙ্গা বাঁধিয়ে এনে দিতে পারি দেবদূত শিশু
যুদ্ধ সাজিয়ে ফেলে দিতে পারি কয়েকটা লাশ;
শুধু বলে দাও জন্ম নাকি মৃত্যু,ধর্ম নাকি প্রয়োজন ভালোবাসো?
কারো কিশোরী বয়স কেড়ে নিতে পারি আগুনের দামে; বস্তি পুড়িয়ে,একশোটা বাড়ি ছারখার হলে হোক।
পাহাড় থেকে এনে দিতে পারি সহজ সরল প্রাকৃতিক প্রেম;
সমুদ্র থেকে কিনে নিতে পারি সূর্যাস্তের আড়াইশো গ্রাম পবিত্র আলো।
আফ্রিকা থেকে নিয়ে দিতে পারি সিংহের সম্ভ্রম;
ইউরোপ থেকে মোনালিসার যাবজ্জীবন কোয়ারেন্টাইন,তুমি বলে দেখো শুধু।
কলঘর থেকে চেয়ে নিতে পারি পর্দা টাঙানো নির্জন স্নান;
স্নান ভালোবাসো জানি।
সবকিছু পারি,পারবো না শুধু ছেড়ে চলে যেতে,
তাও যদি বলো চলে যেতে তবে যাবো
দীর্ঘশ্বাস থেকে পালিয়ে বেড়ানো কার্বন আমি ;
কবার ছাড়বে সে সিদ্ধান্ত তোমার হাতেই থাকলো।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন