দরজা খুলে দিলেই দেখবে

সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক

চাঁদ উঠেছে ফুল ফুটেছে কোন ক্যাসেটে গান
মধ্যরাতের মাতাল মাস্তান
দরজা ধরে দিচ্ছে ভীষণ টান ;
আমার এখন ভেতরটাতে তিনটে পোকার বাসা--
প্রথম দু'টো নাই শুনলে, শেষটা ভালোবাসা ;
ভালোবাসাই প্রথম সাঁকো, দ্বিতীয় সাঁকো, তৃতীয় চতুর্থ ---
দীর্ঘজীবন আসলে তো একটিই মুহূর্ত ;
প্রথম দু'টো তোমার চোখ এবং তোমার মন ;
দরজা খুলে দিলেই দেখবে চৌকাঠে চরণ ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন