শৈশবের গোল্লাছুট থেকে ছুটতে ছুটতে ভুল গন্তব্যে এসে দেখি
বেলা বেড়ে গেছে, লুকোচুরি খেলার সাথী কেউ নেই
ডুবতে ডুবতে সূর্য অতল সমুদ্র শরীরে.
ছড়ায় গভীর বিষাদ
আহা কেউ নেই ! চারদিকে বেলেল্লা আঁধার
চুপসে রেখেছে তাই ঘাসের বিছানা।
সময়ের খেলনা
১৮

মন্তব্য করতে ক্লিক করুন