আমি ঝরে পড়ার আগেই তুমি
সমস্ত রগ কেটে, তোমার
অব্যবহৃত ডায়রিতে
দম ঘুটে মেরে ফেলো।
আর তোমার মরণের পর
এক মুহূর্ত দাঁড়িও।
দাঁড়িয়ে তোমার জন্য যত
জল ঝরবে, তা জমিয়ে
যদি আমার অন্তিম গোসল হয়—
তাহলে নিয়ে যেও তোমার সাথে।
আর,তা না হলে রেখে যেও
তোমার ঘরের অন্ধকারে,
যেখানে তোমার নিশান
কেউ খুঁজবে না।

মন্তব্য করতে ক্লিক করুন