তাকিয়ে আছে মৃত্যু
প্রেমিকার চোখ
পরিবারের লেলিহান ক্ষুধা
কয়েকটা স্বপ্ন আর তার ক্ষোভ।
ঘুম থেকে উঠে
আয়নাতে যখন নিজেকে দেখি
মানুষ বলে ডাকা যায়না তারে
মৃত্যুকে উপেক্ষা করা এক নাস্তিক
পলাতক রণভীত সৈনিক
কিন্তু স্বপ্নের বিরুদ্ধে করা স্বপ্নদ্রোহী
চোখে প্রেমিকার রক্ত, ঘৃণা।

মন্তব্য করতে ক্লিক করুন