মাগো এই কেমন নীতি

তৌকির আহমেদ তৌকির আহমেদ

মাগো ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়
মাগো ওরা থাবা দিয়ে মুখ আটকাতে চায়
মাগো ওরা ন্যায় রুখে দিতে চায়
মাগো ওরা অন্যায় প্রতিষ্ঠিত করতে চায়
মাগো ওরা বৈষম্য বিরোধী বিপ্লব দমিয়ে দিতে চায়
মাগো ওরা স্বাধীনতাকে রক্ষা করা থেকে বিরত রাখতে চায়

মাগো ওরা গুলি ছুড়ে বুকে, ছুড়ে টিয়ারশেল
নয় গো রাবার বুলেট,অনবরত মরণাস্ত্রে করছে মাথার খুলি ছেদ।

ওরা স্নাইপার দিয়ে নেয় শট
দালাল এখনো দালালি করে পুরাই তাদের পেট
ওরা সন্ত্রাস করে ভাড়া
ওরা লাঠি পিটিয়ে করে তাড়া
ওরা আক্রমণ করে যে পশুর মত
ওরা নির্লজ্জ হয়ে বুনছে অবিরাম ক্ষত।

মাগো বল কেমনে ঘরে বসে থাকি
কেমনে হবে স্বাধীন তবে যুদ্ধে যেতে নাহি থাকি রাজি
মাগো ওরা থাকতে নাহি দেয় ভালো
ওরা গুম খুন হত্যা করে দিচ্ছে নিভিয়ে মেধার আলো

মাগো ওরা করছে গণগ্রেপ্তার
সাধারণ মানুষ নারী শিশু বৃদ্ধ নাহি পায় নিস্তার।

মাগো ওরা নয় তবে মনুষ্য জাতি
ওরা নরপিশাচ মেধাবীদের গণহত্যাকারী।

ওরা মানুষরূপী হায়েনা
ওরা ন্যায় প্রতিষ্ঠা হোক চায়না।
ওরা অন্যায়কে লুকাতে চালাবে গুলি
ওরা সাইকোপ্যাথ হয়ে উড়াচ্ছে মাথার খুলি।

ওরা পারে দেয় গালি
জামাত শিবির বিএনপি।
ছাড় পায় না ২০ কোটি নীতিবান জাতি
পায় নাকো ছাড় ন্যায়ের পক্ষে থাকা বিধর্মী জাতিগোষ্ঠী
ওরা মানে নাকো কখনো কোনো বিদেশী
ওরা কি তবে মীরজাফর, নমরুদ, ফেরাউনের উত্তরসূরী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন